স্রোষ্টা সৃষ্টি করেন না, শুধু বলেন, ‘হও’
তিনি যা চান, তৎক্ষণাৎ তা হয়ে যায়
ভাঙ্গা আর গড়ার খেলা, স্রোষ্টার ইচ্ছা
তোমরা বলো, এটাই প্রকৃতির নিয়ম।


মাটির পৃথিবী সৃষ্টির পর স্রোষ্টা চাইলেন
পৃথিবীর মৃত্তিকা দিয়ে মানুষ তৈরী হবে
স্বাধীনভাবে বিচরণ করবে ক্ষণকাল ব্যাপী
অতঃপর বিলীন হবে পৃথিবীর মাটিতেই।


সহসা সে বার্তা ফেরেশতাদের জানালেন
বললেন, মাটি নিয়ে এসো, বানাও মূর্তি
নাম দিলাম ‘আদম’, সেজদা কর ওকে
সৃষ্টি হলো প্রথম মানুষ সঙ্গিনী ‘হাওয়া’।


জীব থেকে জীবের সৃষ্টি, স্রোষ্টার ইচ্ছা
আদম-হাওয়ার সহবাস, স্রোষ্টার বিধান
মানুষে পৃথিবীটা ভরে যায় মাটির পৃথিবী
স্রোষ্টা সৃষ্টি করেন না, তিনি শুধু চান।


জমিনে কে ফসল ফলায়? তৃমি না জমিন?
তোমার সে সক্ষমতা নেই, জমিনেরও না,
জমিনে ফসল চাও, চাষ কর, বীজ দাও
স্রোষ্টার ইচ্ছে না হলে তুমি ফসল পাবেনা।


প্রযুক্তির মহাসমারোহ, কে বানিয়েছে এসব?
বিজ্ঞান বানাতে পারে না, শুধু চেষ্টা করে
স্রোষ্টা বলেন, ‘হও’ আর অমনি হয়ে যায়
তোমরা বলো, এসব বিজ্ঞানেরই অবদান।
                -----
রচনাকালঃ ১৬/০১/২০১৯ ইং।